Total Pageviews

Friday, August 29, 2014

ফৌজদারী মামলা নং ১

প্রথম পৃষ্ঠা- ১

৫ টি ফৌজদারী মামলা 
১।বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, রাজশাহী ,
জি. আর মামলা নং – ২৩৬/১০

২।বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, রাজশাহী ,
জি. আর মামলা নং – ২৩৬/১০

৩।বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, রাজশাহী ,
জি. আর মামলা নং – ২৩৬/১০

৪।বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, রাজশাহী ,
জি. আর মামলা নং – ২৩৬/১০

৫।বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, রাজশাহী ,
জি. আর মামলা নং – ২৩৬/১০

২য় পৃষ্ঠা

৫ টি দেওয়ানী মামলা 
১।বিজ্ঞ সহকারী জজ আদালত রাজশাহী
মামলা নং - ১২/০৯ বিবিধ 
২।বিজ্ঞ সহকারী জজ আদালত রাজশাহী
মামলা নং - ১২/০৯ বিবিধ
৩। বিজ্ঞ সহকারী জজ আদালত রাজশাহী
মামলা নং - ১২/০৯ বিবিধ
৪।বিজ্ঞ সহকারী জজ আদালত রাজশাহী
মামলা নং - ১২/০৯ বিবিধ
৫।বিজ্ঞ সহকারী জজ আদালত রাজশাহী
মামলা নং - ১২/০৯ বিবিধ


৩য় পৃষ্ঠা 

ফৌজদারী মামলা নং ১ .

বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, রাজশাহী ,
জি. আর মামলা নং – ২৩৬/১০
সূত্র- তানোর থানার মামলা নং – ২০০/১০
ধারা- ৪০৬/৪২০ দন্ড. বিধি.
রাষ্ট্র ……………………….বাদী
বনাম
মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ রমজান আলী ……………………………………আসামী
উভয় পিতা- মোঃ সবির উদ্দিন ঠিকানা- তানোর , রাজশাহী।

আমরা আসামীপক্ষে নিয়োজিত আইনজীবি,

মামলার সংক্ষিপ্ত বিবরণী :
বাদীর এজাহার দেখে প্রতিয়মান হয় যে, বাদী ও আসামীদ্বয় একই গ্রামে বসবাস করে। তারা একে অপরের বিশ্বস্ত বন্ধু আর এই বন্ধুত্বর খাতিরে আসামীদ্বয় ব্যবসায়ীক কাছে টাকার প্রয়োজন হলে বাদীকে প্রস্তাব করে, বাদী বন্ধুত্বর খাতিরে সরল বিশ্বাসে আসামীদ্বয়কে ১ লক্ষ টাকা দেয় মূলবান জামানত হিসেবে ১৫০ টাকা ষ্টাম্পের উপর লিখিত হয় যে বাদীর বরাবরে নির্দিষ্ট তারিখে আসামীদ্বয় টাকা ফেরত/পরিশধ করবেন বলে স্বাক্ষর করেন। আসামী উক্ত টাকা নিজের কাছে ব্যবহার করে, কিন্তু নির্দিষ্ট তারিখে বাদীর বরাবরে টাকা পরিশোধ না করে উক্ত টাকা অসাধুভাবে ইচ্ছাকৃতভাবে আত্মসাৎ ও বাদীর সাথে প্রতারনা করলে অত্র মামলার উদ্ভব হয়, বাদী তানোর থানায় অত্র মামলা দায়ের করলে বাদী রাষ্ট্র হয়।  

সংযুক্তিঃ
আমার বিজ্ঞ সিনিয়র আইনজীবি মোঃ নূরী-আফতাফকে আসামী অত্র মামলা পরিচালনার জন্য নিয়োগ করেন এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবির অনুমতি নিয়ে তার সাথে অত্র মামলায় শিক্ষানবীশ আইনজীবি হিসেবে সংযুক্ত হয় এবং মামলা চলাকালীন সময়ে আদালতে উপস্থিত থাকি ।

মামলা দায়েরের তারিখ- ২০/৯/১০ ইং ।

মামলার পর্যায়ক্রম :
০৯-১১-২০১০
অদ্য আসামী আদালতে উপস্থিত হওয়ার দিন ধার্য্য, আসামী উপস্থিত, আদালতে পুলিশ রিপোর্ট না আসায় পরবর্তী তারিখ ধার্য্য তারিখ-১৫-২-২০১১   
১৫-২-২০১১ 
অদ্য আসামী আদালতে উপস্থিত হবার দিন ধায্য আসামী উপস্থিত , তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করিয়াছে। অভিযোগপত্র গৃহীত, মামলাটি বিচার নিস্পত্তির জন্য প্রথম শ্রেনীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বদলী, পরবর্তী তারিখ –২৮-৪-২০১১

অদ্য চার্জের জন্য দিন ধার্য্য, আসামীদ্বয় বিচারিক আদালতে উপস্থিত হয়ে বদলী জামিনের প্রার্থনা করলে জামিন মন্জুর । পরবর্তী তারিখ -

অদ্য চার্জের জন্য দিন ধার্য্য আছে আসামীপক্ষ সময়ের দরখাস্ত দাখিল করলে সময় মন্জুর পরবর্তী তারিখ চার্জের জন্য ধার্য্য তারিখ - 

 অদ্য চার্জের জন্য দিন ধার্য্য আছে আসামী উপস্থিত আসামীদ্বয় এর বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় চার্জ গঠন করলে আসামীদ্বয় নিজেকে নির্দোষ দাবী করে বিচার প্রার্থনা চাই, বিচারের জন্য পরবর্তী দিন –

অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য্য, আসামীদ্বয় আদালতে উপস্থিত আদালত প্রসিকিউশন পক্ষকে সাক্ষী উপস্থিত করার জন্য সমন পাঠান , পরবর্তী তারিখ –

অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য্য, আসামীদ্বয় আদালতে উপস্থিত আদালত প্রসিকিউশনপক্ষ সাক্ষী উপস্থিত করতে না পারায় সময়ের দরখাস্ত সময় মন্জুর , পরবর্তী তারিখ –

অদ্য সাক্ষীর জন্য দিন ধার্য্য আছে আসামীদ্বয় উপস্থিত সাক্ষী উপস্থিত আদালত সাক্ষী গ্রহন করলেন ২ জন্য সাক্ষী পরবর্তী দিনে নিবে , পরবর্তী তারিখ

আদ্য বাকী সাক্ষ্য নেবার দিন ধার্য্য আসামীদ্বয় উপস্থিত বাকী সাক্ষী উপস্থিত সাক্ষী গ্রহন শেষ পরবর্তী তারিখ-

অদ্য আসামীদ্বয় পরিক্ষার জন্য দিন ধার্য্য , আসামীদ্বয় উপস্থিত, আদালতের আইনজীবি মৃত্যু বরন কারায় আদালত বিচারকার্যক্রম বন্ধ পরবর্তী তারিখ -

অদ্য আসামীদ্বয় পরিক্ষার জন্য দিন ধার্য্য , আসামীদ্বয় উপস্থিত,  আসামীদ্বয় পরিক্ষা শেষ, আসামী নিজেকে নির্দোষ দাবী করেন আসামীদ্বয় সাফাই সাক্ষী উপস্থিত করার জন্য প্রার্থনা করেন , প্রার্থনা মন্জুর পরবর্তী তারিখ-

অদ্য আসামীদ্বয়ের পক্ষে সাফাই সাক্ষী উপস্থিত , আদালত সাফাই সাক্ষী গ্রহন করলেন পরবর্তী দিন যুক্তিতর্কর জন্য তারিখ-

অদ্য যুক্তিতর্কর জন্য দিন ধার্য্য আছে আসামী অসুস্থ থাকার কারনে আদালতে উপস্থিত হতে পারে নাই সময়ের দরখাস্ত দাখিল করলে সময় মস্জুর পরবর্তী তারিখ যুক্তি তর্কের জন্য ধার্য্য তারিখ- 

অদ্য যুক্তিতর্কর জন্য দিন ধার্য্য আছে আসামী পক্ষের আইনজীবি ও বাদীপক্ষের আইনজীবি যুক্তি তর্ক উপস্থাপন করলেন পরবর্তী দিন রায় ঘোষনার জন্য তারিখ-

অদ্য রায় ঘোষনার জন্য দিন ধার্য্য আছে আসামীদ্বয় উপস্থিত, আদালত বিশেষ কাজে ব্যস্ত্ থাকায় পরবর্তী দিন রায়ের জন্য ধার্য্য- তারিখ 

অদ্য রায় ঘোষনার জন্য দিন ধার্য্য আছে আসামীদ্বয় উপস্থিত , আদালতের কাছে আসামীপক্ষের অপরাধ সন্দেহতীতভাবে প্রমানিত না হওয়ায় বেখুসুর খালাস প্রদান করলেন।


অদ্য রায় ঘোষনার তারিখ আসামীদ্বয়ে বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ/অপরাধ সন্দেহতীত ভাবে প্রমানিত হওয়ায় দন্ডবিধির ৪০২ ধারা অনুসারে ২ বছরের বিনাশ্রম ও ৪২০ ধারা অনুসারে ৩ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ৫ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। 

No comments:

Post a Comment