Total Pageviews

Wednesday, August 20, 2014

VIVA MODEL TEST- 1 /MARK-50 TIME- 30 MIN

VIVA MODEL TEST- 1 /MARK-50 TIME- 30 MIN 
০১. রায় কি ডিক্রি
ডিক্রি বা আদেশের ভিত্তি
আদেশ
উপরের সব গুলো

 
০২. আদেশ কি ? দেওয়ানী আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ
ডিক্রি নয়
মোকদ্দমায় পক্ষ সমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ
ক ও খ

 
০৩. ডিক্রি দেওয়ানী কার্যবিধির কত আদেশ অনুসারে ১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ঐ একই আদালতে রিভিউ করতে পারেন ? ৪৭ আদেশ ১ নং বিধি
৪৭ আদেশ ৫ নং বিধি
৪৮ আদেশ ১ নং বিধি
৪৯ আদেশ ১ নং বিধি

 
০৪. আইনগত অধিকারের মধ্যে কে কে অন্তর্ভুক্ত যাদের উপর সম্পত্তি অর্পিত হয়
সম্পত্তির উত্তরাধিকারী
সম্পত্তিতে বিজড়িত ব্যক্তি
উপরের সবগুলো
০৫. রেস জুডিকাটা সম্পর্কে কত ধারায় বলা হয়েছে ? 

১১
১০

 
০৬. ''আদালতে পক্ষগণের মধ্যে যে বিষয়টি নিষ্পত্তি করেছে সেই পক্ষগণের মধ্যে ঐ একই বিষয়ে পুনরায় মামলা চলবে না '' - কোন নীতি ? রেস জুডিকাটা
রেস সাব জুডিস
মামলার স্থগিত করন
ক ও গ
০৭. দেওয়ানী কার্যবিধির কত ধারায় কোড এর সংজ্ঞা উল্লেখ আছে ২ (২) ধারায়
২ (৩) ধারায়
২ (৪) ধারায়
২ (১) ধারায়
০৮. দেওয়ানী কার্যবিধির বিধিগুলো কে সংশোধন করতে পারে প্রধান মন্ত্রী
জাতীয় সংসদ
সুপ্রিম কোর্ট
উপরের কোনটি নয়
০৯. সেট অফ এর অর্থ কি ঋণের পাল্টা দাবি
অপরের থেকে পাওনা দাবি
ঋণ প্রত্যাখ্যান
কোন টি নয়
১০. প্লিডিংস বলতে কি বুঝায় ? আরজি
লিখিত জবাব
আবেদন
ক ও খ
১১. কোন মামলার পক্ষ নাবালক হলে উহার নিয়ম সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কত নংআদেশে বলা হয়েছে ৩২ আদেশের ১-৫ নং বিধিতে
৩৩আদেশের ১-৫ নং বিধিতে
৩৪ আদেশের ১-৫ নং বিধিতে
৩৫ আদেশের ১-৫ নং বিধিতে
১২. নিচের কোনটি সমন জারীর পদ্ধতি ? বিবাদীকে ব্যক্তিগত ভাবে সমন প্রদান
বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেয়া
পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সমন প্রদান
উপরের সবগুলো
১৩. দেওয়ানী কার্যবিধির ধারা গুলো কে পরিবর্তন বা সংশোধন করতে পারে সুপ্রিম      কোর্ট
প্রধান মন্ত্রী
রাষ্ট্রপতি
দেশের আইন সভা
১৪. আরজি প্রত্যাখ্যানের কথা দেওয়ানী কার্যবিধির কোন আদেশে বলা হয়েছে 

১০
১৫. দেওয়ানী কার্যবিধির ২০ ধারা অনুসারে কোথায় মামলা দায়ের করা যায় ? যেখানে বাদী বসবাস করে সেখানকার আদালতে
যেখানে বিবাদী বসবাস করে সেখানকার আদালতে
যেখানে কজ অব একশন সেখানকার আদালতে
উপরের সবগুলো
১৬. মামলার অধীনে কোন সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তাকে কি বলা হয় ? কাস্টোডিয়ান
গার্ডিয়ান
পজেজর
রিসিভার
১৭. আদেশের ক্ষমতা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় দেয়া আছে ? ৪৫ ধারায়
৪৩ ধারায়
৪২ধারায়
৪১ ধারায়
১৮. ঘোষণামূলক ডিক্রিজারিতে ফলাফল সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে ৪৩
৪২
৪৪
৪০
১৯. ''যাহারা সুনির্দিষ্ট প্রতিকার পাইতে অধিকারী '' ঐ সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে ?১১
২১
২২
২৩
২০. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক নিয়োগ করার ইচ্ছাধীন ক্ষমতা কাকে প্রধান করা হয়েছে ? জমির মালিককে
বাদীকে
সংশ্লিষ্ট আদালতকে
বিবাদীকে
২১. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী প্রতিকার পেতে হলে কিসের মামলা করতে হবে ? দখল পুনরুদ্ধারের মামলা
উচ্ছেদের মামলা
খাস দখলের মামলা
খ ও গ
২২. অস্থায়ী নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে ? ৫৩
৫০
৪৪
৫৭
২৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলায় কোর্ট ফি প্রদান করতে হয় - মূল্যানুপাতিকের অর্ধেক
মূল্যানুপাতিকের ৪ ভাগের ১ ভাগ
কোন কোর্ট ফি নেই
মূল্যানুপাতিক
২৪. সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের বাধ্যকর
ইচ্ছাধীন
আইনগত ক্ষমতা
ক ও গ
২৫. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে ? ৫৫
৫০
৪৫
৫৩
২৬. চুক্তি ভঙ্গের ক্ষতিপুরনের জন্য - নতুন মামলা করা যায়
নতুন মামলা করা যায় না
পুরানো মামলার ক্ষতিপুরন দেয়া যেতে পারে
ক ও গ
২৭. ইজমেন্ট রাইট অর্জন করতে কত সময় প্রয়োজন ? ১০ বছর
১২ বছর
১৫ বছর
২০ বছর
২৮. ইজমেন্ট রাইট বা ব্যবহারসিদ্ধ অধিকার বিনষ্ট হতে কত সময় লাগে ? ৩ বছর
২ বছর
৪ বছর
৬ বছর
২৯. ডিক্রি জারির মুলে কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনেরমধ্যে ক্রয়মূল্য আদালতে জমা দিতে হবে ? ৭ দিন
১৫ দিন
২১ দিন
৩০ দিন
৩০. দলিল পণ্ডের মামলা কত দিনের মধ্যে করতে হয় বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়ার ৩ বছরের মধ্যে
বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়ার ৬ বছরের মধ্যে
বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়ার ২ বছরের মধ্যে
উপরের কনটিই নয়
৩১. চুক্তি রদের মোকদ্দমা এবং ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হয় ? ১ বছর
২ বছর
৩ বছর
ক ও গ
৩২. কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত এবং স্বাক্ষরিত কোন ধরণের অনুমান ? ঘটনার অনুমান
চূড়ান্ত অনুমান
খণ্ডনযোগ্য অনুমান
কোনটিই নয়
৩৩. ফৌজদারি কার্যবিধিতে কয়টি ধারা আছে ? ৫৬৬ টি
৫৬৫ টি
৫৬৭ টি
৫৬৮ টি
৩৪. জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত আসামীর জামিনের দরখাস্ত কত ধারায় করতে হয়      ? ৪৯৭
৪৯৮
৪৯৯
৪৯৬
৩৫. ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীনে পুলিশ চার্জশীট দাখিল করে? ১৭৩
১৭০
১৭২
ক ও খ
চার্জ পরিবর্তনের ফলে কোনটি ঘটতে পারে সাক্ষীদের পূর্ণ পর্যবেক্ষণ
বিচারকার্য স্থগিত করণ
ক ও খ
কোনটি নয়
৩৭. কার দ্ধারা ১ টি সমন জারি করা হয় ? পুলিশ অফিসার
কোন সরকারী কর্মচারী কর্তৃক
সমন প্রদানকারী আদলতের কোন অফিসার কর্তৃক
উপরের সব
৩৮. কে অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করেন ৪ নং ধারায় ? ১ জন পুলিশ
১ জন মাজিস্ট্রেট
মাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি
ক গ
৩৯. ফৌজদারি কার্যবিধির কোন ধারা মতে অবাধ্য ফরিয়াদী বা সাক্ষীকে আটক করে কোর্টে চালান দেয়া যায় ? ১৭১
১৭২
১৭৩
১৭৪
৪০ . সহকারী দায়রা জজ কোন দণ্ডটি দিতে পারেন না ? মৃত্যু দণ্ড
১০ বছরের অধিক কারাদণ্ড
ক ও খ
উপরের সবকটি
৪১ . ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীনে পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে ? ১৬৮
১৬৭
১৭৩
১৭০
৪২ . অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শনের বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায়আলোকপাত আছে ? ৩৩৭
৩৩৮
৩৩৯
৩৪০
৪৩ . কোন অপরাধের অভিযোগ গঠনের সময় সুস্পষ্ট দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করার প্রয়োজন নেই ? চুরি
অপরাধজনক বিশ্বাস ভঙ্গ
অসৎভাবে অর্থ আত্মসাত
খ ও গ
৪৪ . সরকারী ফৌজদারি মামলার স্থানান্তর করতে হয় কত ধারা অনুযায়ী ? ৫২৮
৫২৯
৫৩০
৫৩১
৪৫ . দায়রা আদলতে বিচার প্রক্রিয়া কোন স্তরে আসামী পক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ? অভিযোগ গঠনের পূর্ব
অভিযোগ গঠনের পরে
স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের সময়
কোনটি নয়
৪৬. ২৬০ ধারায় অনুসারে কে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন ? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
যেকোনো ১ শ্রেণীর ম্যাজিস্ট্রেট
২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
৪৭. কোন ধরণের দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে ? যদি তাকে ভয় দেখিয়ে বা হুমকির মুখে করানো হয়
যদি অপরাধী মাতাল অবস্থায় স্বীকার করে
যদি পুলিশের কাছে করা হয়
যদি পুলিশী হেফাজতে তৃতীয় ব্যক্তির নিকট করা হয়
৪৮. মিথ্যা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করা কোন অপরাধ ? জালিয়াতি
জালিয়াতির চেষ্টা মিথ্যা দলিল মানানোর প্রচেষ্টা
উপরের কোন টি নয়
৪৯. দণ্ডবিধি কত ধারায় জজের সংজ্ঞা দেয়া হয়েছে ? ১৯
২০
২১
২২
৫০ . দণ্ডবিধির কত ধারায় comon intension-এর সংজ্ঞা আছে ? ৩১
৩২
৩৩
৩৪
৫১ . দণ্ডবিধির অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের সময় সীমা কত বছর ? ১৪
১২
৩৫
৩০
৫২ . এক জন বিচারপতির জুডিশিয়াল কর্মকাণ্ড অপরাধ নয় - এ বিধান দণ্ডবিধির কত      ধারায় রয়েছে ? ৭৪
৭৫
৭৬
৭৭
৫৩ . দণ্ডবিধির কত ধারায় দাঙ্গার শাস্তির কথা বলা আছে ? ১৪৭
১৪৮
১৪৯
১৫০
৫৪ . কয়টি ক্ষেত্রে সম্পত্তির ব্যক্তি গত আত্মরক্ষার অধিকারকে মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে 


কোনটি নয়
৫৫. মারামারির উপধান কয়টি 


৫৬. নিম্নের কোন ক্ষেত্রে হুমকির সম্মুখীন হয়ে কৃত কাজকে অপরাধ হিসেবে ধরা হবে ?খুন ও রাষ্ট্রের বিরুদ্ধের অপরাধ
খুন ও ধর্ষণ
রাষ্ট্রের বিরুদ্ধের অপরাধ ও ডাকাত
কোনটি নয়
৫৭. দণ্ডবিধির কত ধারায় solitary confinement- এর বিধান আছে ? ৭৪ ও ৭৫
৭৩ ও ৭৪
৭৫ ও ৭৬
সবকটি
৫৮. অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে ? ২৯৯
২৯৮
২৯৯
কোনটি নয়
৫৯. দণ্ডবিধি অনুযায়ী ১ জন শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা কত ? 

১২
১৩
৬০. যদি কোন ব্যক্তি প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করিয়া স্বামী স্ত্রী রূপে সহবাস করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কতদিনের ৮ বছর
যাবজ্জীবন
১০ বছর
৬ বছর
৬১. প্রতারণামূলক বিবাহ উদযাপনের সর্বোচ্চ শাস্তি কতদিনের ? ৬ বছর
৭ বছর
৮ বছর
৯ বছর
৬২. ব্যভিচারের সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ কতদিনের ? ৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
৬৩. মৃত ব্যক্তি সম্পর্কে নিন্দাবাদের মাধ্যমে মানহানি করা যায় ? হ্যাঁ
না
সুস্পষ্ট বিধান নাই
উপরের সব সত্য
৬৪. মানহানির সর্বোচ্চ শাস্তির মেয়াদ কতদিন ? ২ বছর
১ বছর
৩ বছর
৪ বছর
৬৫. ফৌজদারি মামলার কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য ? আপীল
পুনর্বিবেচনা
রিভিশন
উপরের সবগুলো
৬৬. কোন পক্ষ মারা গেলে কত দিনের মধ্যে legal representative করতে হয় ? ৩০
৪৫
৯০
৩৫
৬৭. বিলম্ব মকুফের দরখাস্ত তামাদি আইনের কোন ধারা মতে করতে হয় ? ১২


৬৮. তামাদিকাল গণনা কখন থেকে আরম্ভ হয়? যখন মামলা দায়ের করার কারণ উদ্ভব হয় তার পনের দিন পর থেকে
মামলার চূড়ান্ত শুনানির দিন থেকে
যখন মামলা দায়ের করার কারণ উদ্ভব হয়
কোনটি নয়
৬৯. তামাদি অজুহাত কার বিরুদ্ধে তামাদি উত্থাপন করা হয় ? বাদীর বিরুদ্ধে
বিবাদীর বিরুদ্ধে
বাদী ও বিবাদী উভয়ের বিরুদ্ধ
উপরের কোনটি নয়
৭০. আইনগত অক্ষমতা কার অপরাগতার ক্ষেত্রে প্রযোজ্য ? বাদীর
বিবাদীর
কারোরই না
ক ও খ
৭১. তামাদি আইনের ১৭ ধারা অনুসারে মামলা করার যোগ্যতা বলতে কি বুঝ ? মামলা পেশ করার ক্ষেত্রে আইনগত অক্ষমতা না থাকা
সামর্থ্যহীনতা
অনুপস্থিতি থাকা
দৈহিক অক্ষমতা
৭২. কোন ধরণের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণ যোগ্য নয় ? জনরবভিত্তিক সাক্ষ্য
মৃত্যুকালীন জবানবন্দী
প্রত্যক্ষ জবানবন্দী
উপরের সবগুলো
৭৩. নিম্নের কোন ব্যক্তি স্বীকারোক্তি দিতে পারে না ? মামলার যেকোনো পক্ষ
মামলার যেকোনো পক্ষের প্রতিনিধি
মামলার যেকোনো পক্ষের উত্তরাধিকারী
খ ও গ
৭৪. ১৫৪ ধারা মতে কে বৈরী সাক্ষী ঘোষণার অধিকারী ? আদালত
বাদী
বিবাদী
কোনটি নয়
৭৫. ৩০ বছর বা ততোধিক পুরোনো দলিল যদি সঠিক হেফাজতে হতে পেশ করা হয় সাক্ষ্য হিসেবে তবে - সেটা চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে
আদালত এর সত্যতা ধরে নিবে
সেটা অখণ্ডযোগ্য অনুমান হবে
আদালত এর সত্যতা ধরে নিতে পারে
৭৬. সরকারকর্তৃক যে কোন ম্যাপ বা প্ল্যানের সত্যতা ও যথার্থতা কোন ধরণের অনুমান     ? আইনি অনুমান
অখণ্ডযোগ্য অনুমান
খণ্ডনযোগ্য অনুমান
ক ও খ
৭৭. কোন ধরণের বিবৃতি সর্বদা বিবৃতিদানকারীর বিরুদ্ধে যায় ? dying declaration
confession
Admission
Dying deposition
৭৮. নিম্মের কোনটির সাক্ষ্যগত মূল্য সবচেয়ে বেশি ? মৃত্যুকালীন সাক্ষ্য
মৃত্যুকালীন ঘোষণা
ক ও খ
স্বীকারোক্তি
৭৯. মক্কেলকর্তৃক তার উকিলের নিকট কোন সম্পত্তি বিক্রয়ের চুক্তি প্রশ্নবিদ্ধ হলে চুক্তির সত্যতা ও সরল বিশ্বস্ততা প্রমাণের দায়িত্ব কার উপর ? মক্কেলের উপর
উকিলের উপর
২জনের উপর
কারও উপরই নয়
৮০. বোবা ব্যক্তির সাক্ষ্যকে কোন ধরণের সাক্ষ্য বলা হয় দলিলি সাক্ষ্য
মৌখিক সাক্ষ্য
জনরব-ভিত্তিক সাক্ষ্য
লিখিত সাক্ষ্য
৮১. বার কাউন্সিলের ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানো যায় কি ? যায় না
যায়
নিয়ম নাই
কোনটি নয়
৮২. অসদাচরণের জন্য ১ জন আইনজীবী কে শাস্তি দিবে ? সুপ্রিম কোর্ট
বার কাউন্সিল ট্রাইব্যুনাল
স্পেশাল কোর্ট
ক ও খ
৮৩. বার কাউন্সিলের বিভিন্ন কমিটি নিয়ে কত নং অণুচ্ছেদ বর্ণিত আছে ? ১১

১১(ক)
খ ও ঘ
৮৪. বাংলাদেশ বার কাউন্সিল হতে কোন ''জার্নাল বের হয় ? BLD
DLR
PLD
BLT
৮৫. Canons of professional conduct and etiquette এতে ৪ টি অধ্যায়ে মোট কতটি ধারা রয়েছে ? ৪৩
৪২
৪৫
৪০
৮৬. The Bangladesh legal practitioners and Bar council order and Rules , 1972 - অনুচ্ছেদের সংখ্যা কত ? ৪২
৪৩
৪৫
৪৬
৮৭. বার কাউন্সিলের সংবিধান অনুযায়ী বার কাউন্সিলের কয়জন ভাইস চেয়ারম্যান থাকবে ? ১ জন
২ জন
৩ জন
৪ জন
৮৮. কে পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন ? প্রধান বিচারপতি
প্রধান মন্ত্রী
এটর্নি জেনারেল
কোনটি নয়
৮৯. এডভোকেটদের জন্য আচরণ বিধি তৈরি করে বার কাউন্সিল
সুপ্রিম কোর্ট
আইন কমিশন
কোনটি নয়
৯০. বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ সংক্রান্ত কমিটির সদস্য সংখ্যা কত ? ১ জন
২ জন
৩ জন
৫ জন
৯১. বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কয়টি?     ৩ টি
৪ টি
৫ টি সঠিক।
৭ টি
৯২. বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত বিধিবিধান কয়টি ? ৫ টি
৭ টি
৩ টি
৪ টি
৯৩. বার এসোসিয়েশনের সহ-সভাপতি কে ? সংশ্লিষ্ট জেলার আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ব্যক্তি
যে কোন আইনজীবী
প্রধান বিচারপতি
কোনটি নয়
৯৪. আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য কোথায় বিচার হয় ? সুপ্রিম কোর্টে
জজ কোর্টে
বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালে
কোনটি নয়
৯৫. বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত ১৩
১৪
১৫
১৬
৯৬. বাংলাদেশ বার কাউন্সিলের বিধিমালা কি ? আদেশ
অধ্যাদেশ
বিশেষ বিধি
আইন
৯৭. বাংলাদেশ বার কাউন্সিলের আদেশ মোতাবেক আইনজীবীগণের শিষ্টাচার কয় ধরনের? 


৯৮. বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসন কয়টি ? ৮ টি
৯ টি
১০ টি
৭ টি
৯৯. কত জন সদস্য নিয়ে বার কাউন্সিলের এনরোলমেন্ট সাব কমিটি গঠিত হয় ? ৫ জন
৬ জন
৭ জন
৮ জন
১০০. বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা বিষয়ক কমিটির কমপক্ষে কত জন সদস্য বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের বা কলেজের আইনের শিক্ষক হতে হবে ? ৩ জন
৪ জন
২ জন
৮ জন
  ***********************************************************************
MCQ MODEL TEST- 2  /MARK-100  TIME- 60 MIN
০১. দেওয়ানী কার্যবিধি কি ধরণের আইন মূল আইন
কার্যপ্রণালী সংক্রান্ত আইন
পদ্ধতিগত আইন
খ ও গ
০২. দেওয়ানী কার্যবিধি কখন থেকে কার্যকর হয় ? ১লা জানুয়ারি১৯০৮
২১ শে জানুয়ারী১৯০৮
১লা জানুয়ারী১৯০৯
২১শে মার্চ ১৯০৯
০৩. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের কত নম্বর আইন ? ৩নং
৪নং
৫নং
৬নং
০৪. কোন ব্যক্তি কখন পুনরায় মামলা করতে পারেনা যে দাবী পূর্বের মামলায় অন্তর্ভূক্ত সে দাবীর কোন অংশ নিয়ে
ত্রুটির কারনে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি হলে
আদালতের অনুমতি না নিয়ে মামলা প্রত্যাহার করলে
উপরের সবগুলো
০৫. দেওয়ানী অধিক্ষেত্রকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 


০৬. ডিক্রির সংজ্ঞা দেওয়ানী কার্যবিধির কত ধারায় দেয়া আছে ? ২(৪)
২(৪)
২(৩)
২(২)
০৭. ডিক্রি কার্যকরী আদালত কখন ডিক্রি ফিরিয়ে নিতে পারে ? আইনের দৃষ্টিতে ডিক্রি নিষ্ফল গণ্য হলে
ডিক্রিটি দ্ব্যর্থবোধক গণ্য হলে
ডিক্রি এমন আদালত কর্তৃক এখতিয়ার বহির্ভূতভাবে দেয়া হলে
উপরের সব
০৮. ডিক্রি কি কি ধরণের হতে পারে চূডান্ত
প্রাথমিক
কিছু চূডান্ত কিছু প্রাথমিক
উপরের সবগুলো
০৯. একতরফা রায় কখন দেওয়া হয় সমন পাওয়ার পরেও বিবাদী অনুপস্থিত থাকলে
বিবাদী অনুপস্থিত থাকলে
সমন পাওয়ার পরেও বিবাদী উপস্থিত থাকলেও শুনানীর তারিখে ডাকমতে হাজির পাওয়া না গেলে
ক ও গ
১০. অ-সংযোগ বা non-joinder of parties বলতে বুযায়- আবশ্যকীয় পক্ষকে মামলায় পক্ষভুক্ত না করলে
জড়িত থাকতে পারে নাও পারে এমন ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত না করলে
জড়িত কিন্ত আবশ্যকীয় নয় এমন ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত না করলে
ক ও খ
১১. রেস জুডিকাটা এর অর্থ কি ? যাহা ইতি পূর্বে নিষ্পত্তি হয়েছে
যাহা ভবিষ্যতে নিষ্পত্তি হবে
যাহা ইতি পূর্বে নিষ্পত্তি হয়নি
কোনটিই নয়
১২. আরজি প্রত্যাখ্যান কিসের মধ্যে অন্তর্ভুক্ত ? আদেশ
সিদ্ধান্ত
রায়
ডিক্রি
১৩.ফৌজদারি কার্যবিধি কত সালের প্রবর্তিত আইন ১৯৯৮
১৮৯৮;
১৮৯৭
১৯৮৮
১৪. নিছের কোন অবস্তার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারে? যদি কোন ব্যক্তির অধীনে গৃহ ভঙ্গের উপকরণ পাওয়া যায়
যদি কোন ব্যক্তি কোন পুলিশ অফিসারের কাজে বাঁধা দেয়
যদি কোন ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনী থেকে পলায়ন করে
উপরের সবকটি
১৫. ১৪৪ ধারার অধীনে জারিকৃত আদেশ কতদিন কার্যকর থাকবে ? দুই মাস
এক মাস
চার মাস
অনির্দিষ্টকাল
১৬. সি আর কেইসের পূর্ণ রূপ কি ? Complaint register case
General register case
court registermcase
কোনটিই নয়
১৭. নিছের কোন ব্যক্তি ফৌজদারি কার্যবিধির অধীনে শান্তিভঙ্গের আশংকায় ভূমি সংক্রান্তবিরোধে আদেশ জারি করতে পারেন ? একজন জেলা সুপার
একজন পুলিশ অফিসার
একজন বিচারিক হাকিম
একজন জেলা ম্যাজিস্ট্রেট
১৮. আগাম জামিনের দরখাস্ত কত ধারায় করতে হয় ? ৪৯৭ ধারা
৪৯৮ ধারা
৪৯৯ ধারা
৪৮৮ ধারা
১৯. একজন সাক্ষী১৬১ ধারার অধীনে কোন কাজটি করতে বাধ্য নন ? সকল প্রশ্নের উত্তর দিতে
যেসকল প্রশ্নের উত্তর তার উপর ফৌজদারি দায় সৃষ্টি করে
কোনটিই নয়
ক এবং খ উভয়ই
২০. ফৌজদারি কার্যবিধির কোন ধারার অধীনে এফ আই আর গ্রহণ করা হয় ? ১৫৪
১৫৫
১৬৪
১৫৬
২১. কোন অপরাধের ক্ষেত্রে খতিগ্রস্ত ব্যক্তির নালিশ ব্যতীত অপরাধ আমলযোগ্য নয় ? চুক্তিভঙ্গ
মানহানি
বিবাহ সম্পর্কিত অপরাধ
সবকটি
২২. ভ্রমণকালে সংঘটিত অপরাধের বিচার কোন আদালতে হবে ? অপরাধী বা শিকার যে সকল স্থান অতিক্রম করেছে তার যে কোনটিতে
অতিক্রান্ত সকল স্থানে
হাইকোর্ট ডিভিশনে
উপরের সবকটি
২৩. কখন একজন ম্যাজিস্ট্রেট আসামীকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারবেন ?যে আসামির বিরুদ্ধে সমন জারি হয়েছে
যার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে
যার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে
উপরের সবকটি
২৪. কখন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ২০২ ধারার আওতাই পরোয়ানা ইস্যু স্থগিত রাখতে পারেন অভিযোগ সত্যতা বা অসত্যতা নির্ধারণের ক্ষেত্রে
ঘটনা সম্পর্কে আরও অনুসন্ধানের উদ্দেশ্যে
তিনি যদি উপযুক্ত মনে করেন
সবকটি
২৫. একাধিক অভিযোগের একটিতে দন্ডিত হলে অবশিষ্টগুলির কী ঘটবে ? সরকার পক্ষের মামলা পরিচালনাকারী অভিযোগ সমূহ প্রত্যাহার করতে পারবেন
আদালত উক্ত অভিযোগ সমূহের বিচার স্থগিত রাখতে পারবেন
ক ও খ উভয়ই
কোনটিই নয়
২৬. ১৪৪ ধারা মোতাবেক একজন ম্যাজিস্ট্রেট কি ধরণের আদেশ দিতে পারেন ? কোন নির্দিষ্ট দায়িত্ব পালনের নির্দেশ
কোন নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নির্দেশ
নির্দিষ্ট সম্পত্তি রক্ষা করার নির্দেশ
কোনটিই নয়
২৭. মোকদ্দমা সঠিকভাবে দায়ের করার পরবর্তী পদক্ষেপ কি ? বাদী ও বিবাদী উভয়ের নামে সমন জারী হয়
বিবাদীর নামে সমন জারী হয়
বিবাদীকে জবাব দাখিল করতে হয়
ক ও গ
২৮. দেওয়ানী মামলা কোথাই দায়ের করতে হয় ? এখতিয়ার সম্পন্ন যেকোনো আদালতে 
এখতিয়ার সম্পন্ন আদালতে
এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে
উপরের সবকয়টি
২৯. দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় Code of civil procedure অনুযায়ী
নির্বাহী আদেশবলে
Civil Courts Act অনুযায়ী
কোনোটিই নয়
৩০. একটি দেওয়ানী মামলা শুরু হয় কিসের মাধ্যমে মামলা দায়েরের মাধ্যমে
আরজির মাধ্যমে
জবাব দেয়ার মাধ্যমে
ক ও খ
৩১. আরজি কি কারনে প্রত্যাখ্যান হতে পারে ? কম মুল্যের স্ট্যাম্প কাগজে আরজি দিলে
আইন দ্বারা বাতিল হলে
মোকদ্দমার কারণ বর্ণনা না করা থাকলে
উপরের সবগুলো
৩২. ক্রোক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কোনটি প্রমাণ করতে হয় ? সে পলাতক ছিল
হুলিয়ার নোটিস পায় নাই
পরোয়ানা কার্যকরীকরণ এড়ানোর জন্য আত্মগোপন করে নাই
উপরের সব কটি
৩৩. বাংলাদেশ দণ্ডবিধি - ১৯৬২ সালের ৪৪ নং আইন
১৯৬০ সালের ৪০ নং আইন
১৯৬০ সালের ৪৫ নং আইন
১৯৬১ সালের ৪৫ নং আইন
৩৪. বাংলাদেশ দণ্ডবিধি নিম্নলিখিত কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক
বাংলাদেশে বাইরে অবস্থানরত বাংলাদেশী নাগরিক
বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি
উপরের সবকটি
৩৫. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে 'জজএর সংজ্ঞা প্রদান করা হয়েছে ? ধারা ১৯ 
ধারা ২৯
ধারা ৩৯
ধারা ২০
বাংলাদেশ দণ্ডবিধিতে কয় ধরণের সরকারি কর্মকর্তার কথা উল্লেখ আছে ? ১০ ধরণের
১২ ধরণের
১৩ ধরণের
কোনটিই নয়
৩৭. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে 'কমন ইন্টেনশনএর সংজ্ঞা প্রদান করা হয়েছে ?ধারা ৩৪
ধারা ৪৪
ধারা ৩৫
ধারা ৩৮
৩৮. মেনস রিয়া বলতে বুঝায় ? দোষযুক্ত মন
ভাল মন
সরল মন
কোনটিই নয়
৩৯. আত্মহত্যার সহায়তাকারীর সর্বোচ্চ শাস্তি কি ? ১০ বছর কারাদণ্ড
১০ বছর কারাদণ্ড এবং অর্থ দণ্ড
৬ বছর কারাদণ্ড
৬ বছর কারাদণ্ড এবং অর্থ দণ্ড
৪০ . নিম্নের কোনটি গুরতর আঘাত নয় ? পুরুষত্বহীন করণ
মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি
দাঁতের প্রকৃতি পরিবর্তন
হাড় ভাঙ্গা
৪১ . মনুষ্য হরণ কত প্রকার ? ৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
৪২ . নিম্নের কোন স্থানে চুরি করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান আছে ? রাস্তায়
গাড়িতে
উপরের কোনটিই নয়
৪৩ . কোন ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা অপরাধ ? ৩৭৫
৩৭৭
৩৮৭
৩৭৯
৪৪ . সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে ? ২৫৫
২৪০
২৫০
২৪৫
৪৫ . বাংলাদেশের মুদ্রা জাল এ কথা জানা সত্ত্বেও তা ব্যবহার করার শাস্তি কি ? সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড
সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা
সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা
৪৬. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে আঘাত এর কথা বলা হয়েছে ? ৩১৯
৩২০
৩২১
৩২২
৪৭. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে আঘাত এর শাস্তির কথা বলা হয়েছে ? ৩২২
৩২৩
৩২৪
৩২১
৪৮. বেআইনি সমাবেশ সংঘটিত হতে হলে সর্বাধিক কত জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন ?          ৫ বা তার বেশি
৭ বা তার বেশি
৯ বা তার বেশি
১০ বা তার বেশি
৪৯. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী কত প্রকার প্রতিকার দেয়া যায় ? 


৫০ . সম্পত্তি অর্পণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় হয় ? ১১ ধারায়
১২ ধারায়
১৩ ধারায়
১৪ ধারায়
৫১ . সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার মেয়াদ পদ্ধতি বলা হয়েছে ? ধারা ৫
আলতাফ মাহমুদ
মনিরুজ্জামান
আবু হেনা মোস্তফা কামাল
৫২ . সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিম্নের কোন উপায়ে প্রতিকার দেয়া যায় ? রিসিভার নিয়োগের মাধ্যমে
নির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ করে দাবীদারকে প্রত্যর্পণের মাধ্যমে
সুনির্দিষ্ট আইনগত কর্তব্য সম্পাদনের নির্দেশ প্রদানের মাধ্যমে
উপরের সবগুলো
৫৩ . কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যাবে না ? সম্পত্তির দখল আদায়ের জন্য
দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য
জরিমানা আদায়ের জন্য
অধিকার আদায়ের জন্য
৫৪ . সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৯ অনুসারে দখল পুনরুদ্ধারের জন্য প্রমাণ করতে হবে - বাদী সম্পত্তির দখলে ছিল
বিনা অনুমতিতে দখলচ্যুত করা হয়েছে
বেআইনি ভাবে দখলচ্যুত করা হয়েছে
উপরের সব
৫৫. সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা কয়টি ? ৫৭
৬৭
৫০
৬০
৫৬. সুনির্দিষ্ট প্রতিকার আইন১৮৭৭ সালের কত নম্বর আইন ? ১ নং
২ নং
৩ নং
৪ নং
৫৭. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধার ৮ অনুসারে দখল পুনরুদ্ধার করতে হলে- দখল প্রমাণ করতে হবে
স্বত্ব প্রমাণ করতে হবে
স্বত্ব প্রমাণ না করলেও হবে
ক ও খ
৫৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না ?


ক ও গ
৫৯. অস্থায়ী নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে ? ৫২ ধারায়
৫৩ ধারায়
৫৪ ধারায়
৫৫ ধারায়
৬০. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধার ৮ অনুসারে প্রতিকার পেতে হলে কিসের মামলা করতে হবে দখল পুনরুদ্ধারের মামলা
উচ্ছেদের মামলা
খাস দখলের মামলা
ক ও গ
৬১. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধার ৮ অনুসারে দখল পুনরুদ্ধারের মামলা কত দিনের মধ্যে করতে হবে ? বেদখলের তারিখ হতে ৩ বছরের মধ্যে
বেদখলের তারিখ হতে ৫ বছরের মধ্যে
বেদখলের তারিখ হতে ৭ বছরের মধ্যে
বেদখলের তারিখ হতে ১২ বছরের মধ্যে
৬২. নিরোধক প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে ? 


১০
৬৩. সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের- বাধ্যকর
ইচ্ছাধীন
আইনগত ক্ষমতা
ক ও গ
৬৪. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে ? ৫২
৫৩
৫৪
৫৫
৬৫. ১ সাক্ষ্য আইন ১৮৭২ সালের কত নম্বর আইন ? 


৬৬. বিবাহ বলবৎ থাকালে জন্মগ্রহণ '- এটি কোন ধরনের অনুমান ? চূড়ান্ত অনুমান
ঘটনার অনুমান
অখণ্ডযোগ্য অনুমান
আইনের অনুমান
৬৭. প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেয়া আছে সাক্ষ্য আইনের কত ধারায় ? ৬২
৬৩
৬৪
৬৫
৬৮. ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় ? ১৩৫
জবানবন্দী নেয়ার সময়
জেরা করার সময়
খ ও গ
৬৯. জবানবন্দীর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় দেয়া আছে ? ১৩৫
১৩৬
১৩৭
১৩৮
৭০. একটি দলিলের সত্যায়িত কপিকে কোন ধরনের অনুমান বলবে ? ঘটনার অনুমান
খণ্ডনযোগ্য অনুমান
অখণ্ডনযোগ্য অনুমান
কোনটিই নয়
৭১. নিম্নের কোন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে ? বোবা ব্যক্তি
সম্পূর্ণ জ্ঞানহীন ব্যক্তি
সম্পূর্ণ উন্মাদ ব্যক্তি
কোনটিই নয়
৭২. বোবা ব্যক্তির সাক্ষীকে কোন ধরনের সাক্ষ্য বলা হয় ? দলিলী সাক্ষ্য
মৌখিক সাক্ষ্য
জনরবভিত্তিক সাক্ষ্য
লিখিত সাক্ষ্য
৭৩. তামাদি আইন ১৯০৮ সালের কত নাম্বার আইন ? ১৯০৮ সালের ৯ নাম্বার
১৯০৭ সালের ৯ নাম্বার
১৮০৮ সালের ৯ নাম্বার
১৮০৮ সালের ৯ নাম্বার
৭৪. তামাদি মানে কি ? সর্বনিম্ন সময়
সর্বোচ্চ সময়
উত্তম সময়
অনন্তকাল
৭৫. তামাদি শব্দের আভিধানিক অর্থ কি ? বিলুপ্ত হওয়া
বাধাপ্রাপ্ত হওয়া
নতুন করে সৃষ্টি হওয়া
ক ও খ
৭৬. কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয়না ? ফৌজদারি মামলা
দেওয়ানি মামলা
ক ও খ
কোনটিই নয়
৭৭. ফৌজদারি মামলার কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য ? আপীল
পুনঃবিচার
রিভিশন
উপরের সবগুলো
৭৮. তামাদি কোন ধরণের আইন ? বিধিবদ্ধ আইন
দেওানি প্রকৃতির আইন
সময় নিয়ন্ত্রণ সম্পর্কিত আইন
পদ্ধতিগত আইন
৭৯. তামাদি আইন অনুযায়ী সময় গণনাকালে কোন পঞ্জিকা অনুসরণ করা হয় ? আরবি     
বাংলা
ইংরেজি
ক ও খ
৮০. কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় ? বিশেষ ক্ষমতা আইন১৯৭৪
দেওয়ানী আইন
অর্থঋন আদালত আইন২০০৩
ক ও গ
৮১. বার অ্যাসোসিয়েশন বলতে কি বোঝ ? বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমিতি
বাংলাদেশের আইনজীবীগনের সমন্বয়ে গঠিত পরিষদ
বাংলাদেশের প্রত্যেক জেলার আইনজীবীদের সমিতি
উপরের কোনটিই নয়
৮২. বার কাউন্সিলের মেয়াদকাল কত ? ২ বছর
৩ বছর
৫ বছর
৬ বছর
৮৩. বার কাউন্সিলের কয়টি সাব কমিটি আছে ? ২ টি
৪ টি
৫ টি
৭ টি
৮৪. বার এসোসিয়েশনের মেয়াদকাল কত ? ২ বছর
১ বছর
৪ বছর
৩ বছর
৮৫. বার কাউন্সিল কর্তৃপক্ষ কি কি দণ্ড দিতে পারেন ? সাময়িক বরখাস্তকরণ
সার্টিফিকেট বিশেষ মেয়াদের জন্য স্থগিতকরণ
সার্টিফিকেট বাতিলকরণ
উপরের সবগুলো
৮৬. বাংলাদেশ বার কাউন্সিল কার দ্বারা নিয়ন্ত্রিত হয় সরকার
সুপ্রিম কোর্ট
আইনমন্ত্রী
রাষ্ট্রপতি
৮৭. বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা কি ? আদেশ
অধ্যাদেশ
বিশেষ আইন
আইন
৮৮. বার এসোসিয়েশন কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ? সুপ্রিম কোর্ট
বার কাউন্সিল
সরকার
উপরের কোনটিই নয়
৮৯. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কত সালের ? ১৯৭২
১৯৭১
১৯৭০
১৯৭৪
৯০. বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত ? ১৩
১৪
১৫
১৬
৯১. বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে ? বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
পদাধিকারবলে বাংলাদেশের এটর্নি জেনারেল
আইনজীবীগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি
সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশান এর সভাপতি
৯২. বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কয়টি ? 


৯৩. কোন আইনজীবী কি বিচারকের খাস কামরায় মামলার মেরিট সম্পর্কে গোপন আলাপ করতে পারেন ? না
হ্যাঁ
মাঝে মধ্যে পারে
প্রয়োজনবোধে পারে
৯৪. বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসন কয়টি ? 


৯৫. আদালতের প্রতি আইনজীবীদের কর্তব্য কি ? আদালতকে সম্মান করা
মামলার বিষয়বস্তুর অপ্রাসঙ্গিক বিষয় সমূহ এড়িয়ে যাওয়া
আদালতের শৃঙ্খলা বজায় রাখা
উপরের সব
৯৬. বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত ? ৩৫ বছর
৪০ বছর
৪৫ বছর
৫০ বছর
৯৭. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে এটর্নি জেনারেলের কথা বলা আছে ? ৬৪
৬৫
৬৬
৬৭
৯৮. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে প্রধান মন্ত্রীর পদের মেয়াদের কথা বলা আছে ? ৫৭
৬৭
৬৯
৭৭
৯৯. দণ্ডবিধির কত ধারায় অপরাধজনক নরহত্যার কথা বলা আছে ? ২৯৯
৩৯৯
২০০
৩০০
১০০. The Evidence Act 1872-এর কত ধারায় admission-এর সংজ্ঞা দেয়া আছে ? ১৭
২৭
৩৭
৪৭

              FINAL MCQ MODEL TEST-3   /MARK-100  TIME- 60 MIN
বাংলাদেশ বার কাউন্সিলের পরিক্ষায় অংশগ্রহন প্রস্তুতির সুবিধার জন্য অত্র মডেল টেষ্ট এবং প্রশ্ন ও জবাব প্রকাশিত হচ্ছে। এছাড়াও লিখিত পরীক্ষার জন্য বাছাইকৃত প্রশ্ন ও উত্তর দেওয়া হবে।এবং ভাইবার জন্য প্রশ্ন ও উত্তর থাকবে। ইনশাল্লাহ্‌ ।

No comments:

Post a Comment